গাজীপুরের কালিয়াকৈরে ফুলকুমার চন্দ্র দাস (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় মাছ বিক্রেতা।

ফুলকুমার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ষোলোই কুণ্ঠবাড়ির কালাচান চন্দ্র দাসের ছেলে। বেশ কিছুদিন আগে স্ত্রীকে নিয়ে তিনি কাজের সন্ধানে কালিয়াকৈর আসেন। পুলিশ জানায়, নিশ্চিন্তপুরের লিটন নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থেকে মাছের ব্যবসা শুরু করেন ফুলকুমার। স্ত্রী স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় কাজ নেন।

প্রতিবেশীদের বরাতে জানা গেছে, কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে ফুলকুমারের কলহ দেখা দেয়। এর জের ধরে সোমবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেন তিনি। অন্য ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা সেখানে ফুলকুমারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার ভাই সুকুমার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, হাসপাতাল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠিয়েছেন। এর প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানাতে পারবেন।