- সারাদেশ
- রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় আগুন লাগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে যাচ্ছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন