সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে কুপিয়ে কৃষক হত্যার অভিযোগে আজিরন খাতুন নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আজিরন খাতুনের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজিরন এই হত্যা মামলার প্রধান আসামি লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের স্ত্রী।

মামালার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার এলংজানি গোনাইগাঁতী গ্রামে কৃষক আমিরুল ইসলামকে আব্দুল হাই ও তার লোকজন কুপিয়ে হত্যা করে। ফসলের মাঠে সেচকার্য পরিচালনা নিয়ে আমিরুলের আত্মীয় আব্দুল হাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা গোলযোগের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরে ২৭ ফেব্রুয়ারি রাতে নিহত আমিরুলের ছেলে নাহিদ হোসেন বাদী হয়ে উল্লাপাড়া থানায় আব্দুল হাই, তার স্ত্রী আজিরনসহ ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জালাল উদ্দিন জানান, আজিরন আমিরুল হত্যাকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে জড়িত বলে পুলিশের প্রথমিক তদন্তে বেরিয়ে এসেছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রধান আসামি আব্দুল হাই ও তার পরিবারের অপর সদস্য এবং হত্যাকাণ্ডে অংশ নেওয়া অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন। পুলিশ তাদেরকে গ্রেপ্তারে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।