ভোলায় আবাসিক হোটেল থেকে মনোজ ভাট নামে এক ভারতীয়র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর রোডের জাহান আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। নিহতের পাঁচ সফরসঙ্গীকে আটক করছে পুলিশ।

পুলিশ জানায়, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি মনোজ ভাট, রবী কুমার ভাট, কিষাণ রায়, ভূষণ রাম, জয় লাল ও নরেশ কুমার নামে ভারতীয় ছয় নাগরিক ভোলা সদর রোডে হোটেল জাহানে ওঠেন। গত ১১ দিন হোটেলটিতে অবস্থান করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন করেছেন তাঁরা।

সোমবার রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। আজ সকালে মনোজ ভাটকে অচেতন পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে চিকিৎসক ডাকেন সঙ্গীরা। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণার পর বিষয়টি পুলিশ ও ভারতীয় দূতাবাসকে জানানো হয়।

মনোজের সঙ্গী নরেশ কুমার ও কৃষাণ রায় জানান, রাতে তাঁর বুকে ব্যথা করে বলেছিল। কথা হয়েছিল সকালে চিকিৎসক দেখাবেন। কিন্তু সকালে উঠে তাঁকে মৃত পাওয়া যায়।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, মনোজের সঙ্গীদের মাধ্যমে পুলিশ তথ্য সংগ্রহ করছে। তাঁরা কেন এসেছিলেন সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। পরিবারের খবরাখবর নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, যতদূর শুনেছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর। ভারতের এই ছয় নাগরিক ভ্রমণ ভিসায় ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন। তাঁদের সবার বাড়ি রাজস্থানের পার্লি জেলার সুজাত রোড থানায়।