নড়াইলের লোহাগড়ায় গাছের সঙ্গে ঝুলিয়ে আট মাসের শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ শিশুর বাবা মামুন শেখকে গ্রেপ্তার করেছে। সোমবার উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা থেকে জানা গেছে, উপজেলার রঘুনাথপুর গ্রামের দাউদ শেখের ছেলে মামুন শেখের সঙ্গে ১৩ বছর আগে পার্শ্ববর্তী মোহাম্মদপুর উপজেলার কালিসংকরপুর গ্রামের আফিল মোল্যার মেয়ে কুলসুম বেগমের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি মামুন বোয়ালমারী উপজেলার বেলগাছী গ্রামের মাহফুজা আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে মামুন প্রথম স্ত্রী ও সন্তানদের খোঁজ নেয় না। 

সোমবার বিকেলে যৌতুকের জন্য প্রথম স্ত্রীকে মারধর করে হত্যার চেষ্টা চালায় মামুন। এ সময় মামুনের দ্বিতীয় স্ত্রীও কুলসুমকে মারধর করে বাড়ি থেকে চলে যায়।

দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ায় ক্ষুব্ধ হয় মামুন। এ সময় শিশু আল হাবিবকে বাড়ির পাশে গাছে পা ওপর দিকে দিয়ে ঝুলিয়ে হত্যার চেষ্টা করে। পরে দাদি ও প্রতিবেশীরা শিশুটিকে রক্ষা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মামুন শেখকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।