- সারাদেশ
- শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জুবায়ের ইসলাম জুয়েলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ভোরে নরসিংদীর মধাবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল নেত্রকোনা সদর উপজেলার বরুনা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
র্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান, ২০১০ সালের ২ জানুয়ারি নেত্রকোনা সদর উপজেলার বরুনা গ্রামের মো. জুবায়ের ইসলাম জুয়েল তার আপন চাচাত বোনকে ধর্ষণ করেন। ওই সময় ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে জুবায়ের পালিয়ে যান। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে এই মামলায় আদালত জুবায়ের ইসলাম জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
আনোয়ার হোসেন বলেন, জুবায়ের দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহ বুধবার ভোরে নরসিংদীর মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, তাকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ সমকালকে বলেন, আসামি জুবায়েরকে আদালতের মাধমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন