ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের উরপা গ্রামের আটানী মোড় এলাকায় বসত ঘরে অগিদগ্ধ হয়ে সাইফুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত কৃষক সাইফুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হজরত আলী বলেন, ‘ভবানীপুর আটানী মোড় এলাকায় গভীর রাতে একটি ঘরে আগুন লেগে ঘরটি ভষ্মীভূত হলে ঘরের ভেতর ঘুমিয়ে থাকা কৃষক সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গভীর রাতে বা ভোরে অগিকাণ্ডের বিষয়ে আমাদের ফায়ার স্টেশনে কেউ ফোন করেননি। সকালে ইউএনও আমাদের অবহিত করলে ফায়ার টিম ঘটনাস্থলে যায়। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনও জানা যায়নি।’

স্থানীয়বাসী ও পরিবারের লোকজন জানায়, রাতের খাবার খেয়ে বাবা ও ছেলে বাড়ির দুই ঘরে ঘুমিয়ে যায়। গভীর রাতে ছেলে সাইফুল ইসলামের ঘরে আগুন লেগে ঘরটি পুড়ে যায়। এ সময় ঘুমিয়ে থাকা ছেলে সাইফুল অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা যান।

সহকারী পুলিশ সুপার (এএসপি-ত্রিশাল সার্কেল) অরিত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সমকালকে বলেন, ‘অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’