- সারাদেশ
- স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা,২ কিশোর আটক
স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা,২ কিশোর আটক

চট্টগ্রামের রাউজানে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ তাদেরকে আটক করে। আটক দুজনই অটোরিকশাচালক।
অভিযোগে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা সদরের একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী কোচিং করতে যাচ্ছিল। পথে বখাটে কিশোরের একটি দল তাকে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। ওই সময় মেয়েটি কোনোরকমে রক্ষা পেলেও ফেরার পথে কিশোর দলের সদস্যরা তাকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের গহিরা শান্তির দ্বীপ এলাকায় নিয়ে যায় । সেখানে তারা ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় । এ সময় মেয়েটি কিশোর দলের সদস্যদের সাথে হাতাহাতি করে দৌড়ে পালিয়ে যায় । কিশোর দলের সদস্যদের হামলায় ভুক্তভোগী ছাত্রী মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে মেয়েটির অভিভাবককরা তাকে হাসপাতালে নিয়ে যায় । হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বুধবার মেয়েটি তার স্বামীকে নিয়ে রাউজান থানায় উপস্থিত থানার ওসি আবদুল্লাহ আল হারুনকে ঘটনা জানান ও লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুই কিশোরকে আটক করে।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার সাথে জড়িত সন্দেহে দুই কিশোর অটোরিকশাচালককে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আরো কয়েকজনকে আটক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন