- সারাদেশ
- নির্বাচনের ১৫ মাস পর ভোট গণনায় বিজয়ী পরাজিত প্রার্থী
নির্বাচনের ১৫ মাস পর ভোট গণনায় বিজয়ী পরাজিত প্রার্থী

ইউপি সদস্য মুকুল হোসেন
ইউনিয়ন পরিষদের নির্বাচনের ১৫ মাস পর ইউপি সদস্য পদে নির্বাচন ট্রাইব্যুনালে ভোট গণনায় বিজয়ী হয়েছেন মুকুল হোসেন নামের এক প্রার্থী। আদালতের নির্দেশে সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদের ভোট পুনরায় গণনা করে এই ফলাফল পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলায় ভোটার দিবস উদযাপন ও র্যালি শেষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম সমকালকে জানান, ‘ট্রাইব্যুনালের বিচারকের নির্দেশে বুধবার ভোট গণনা হয়। মুকুল হোসেন ফুটবল প্রতীকে ৯২০ ভোট পান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম পান ৮৭৭ ফোট। ট্রাইব্যুনালের রায়ে ৪৩ ভোটে বিজয়ী হচ্ছেন মুকুল।’
প্রসঙ্গত: ২০২১ সালের ২৮ নভেম্বর রাজাপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী ফলাফলে মোরগ প্রতীকে সাইফুল ইসলাম ৯৭৩ ভোট পেয়ে বিজীয় হন। ফুটবল প্রতীকে মুকুল হেসেন ৯৬১ ভোট পান। ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে ট্রাইব্যুনালে অভিযোগ দেন মুকুল।
মন্তব্য করুন