- সারাদেশ
- জৈন্তাপুরে মাদ্রাসার পর এবার স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, দপ্তরি আটক
জৈন্তাপুরে মাদ্রাসার পর এবার স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, দপ্তরি আটক
-samakal-6400bd20928bf.jpg)
দপ্তরিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ - সমকাল
সিলেটের জৈন্তাপুরে প্রাইমারি স্কুলের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের দপ্তরির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলের দপ্তরিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এর আগে সোমবার একই অভিযোগে উপজেলার দরবস্ত এলাকার এক মাদ্রাসা প্রধানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া দপ্তরি রিপন চন্দ্র উপজেলার চারিকাটা ইউনিয়নের পশ্চিম সরুখেল গ্রামের মনই চন্দ্রের ছেলে।
জানা গেছে, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই হয়রানি করতেন রিপন। এ নিয়ে প্রধান শিক্ষকের কাছে নালিশও দেয় শিক্ষার্থীর পরিবার। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ওই ছাত্রীর পরিবারসহ এলাকার লোকজন দপ্তরি রিপনকে স্কুলের একটি কক্ষে আটকে রাখে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম জানিয়েছেন, খবর পেয়ে তিনিও স্কুলে যান। অভিযোগ শুনার পর রিপনকে পুলিশে দেওয়া হয়েছে। ওই সময় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই স্কুলে ছিলেন না বলে জানা গেছে। এ বিষয়ে তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দপ্তরিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে আইনিব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এর আগে গত সোমবার ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলার দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া ঈদগাহ থেকে মাওলানা মাসউদ আজহার নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
মন্তব্য করুন