- সারাদেশ
- বিএনপির ৬ নেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
বিএনপির ৬ নেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

বিএনপি নেতাকে কারাগার থেকে আদালতে নেওয়া হয় - সমকাল
বাগেরহাটে নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির ছয় নেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসেন এ অনুমতি দেন। এর আগে পুলিশের করা সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য ছয় বিএনপি নেতাকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়।
ছয় নেতা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সোহেল তরফদার, যুব নেতা মোশারেফ হোসেন ও মিরাজুল ইসলাম।
গত ২৫ ফেব্রুয়ারি দলের পদযাত্রা কর্মসূচির দিন শহরের মুনিগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। সরকার উৎখাতের লক্ষ্যে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
বিএনপি নেতাদের আইনজীবী মোশাররফ হোসেন মন্টু বলেন, আদালত দুই দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
পুলিশের দায়ের করা ওই মামলায় ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। এঁদের মধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৮ জনকে বুধবার জামিন দিয়েছেন উচ্চ আদালত।
বিএনপি নেতাদের দাবি, বাড়ি থেকে ধরে নিয়ে পরে মিথ্যা ও সাজানো মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। নেতাদের ধরে নিয়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ আবার তাদের বাড়িতে আসে। পরে তারা বলে, বাড়ির ছাদ থেকে দেশি অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ নিজেরা এগুলো এনে বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
মন্তব্য করুন