- সারাদেশ
- রাবিসাস প্রাক্তনী'র নতুন কমিটির সভাপতি শহীদুল, সম্পাদক রব
রাবিসাস প্রাক্তনী'র নতুন কমিটির সভাপতি শহীদুল, সম্পাদক রব

কে এম শহীদুল হককে (নয়া শতাব্দী) সভাপতি ও রব মজুমদারকে (দি সিকিউরিটি ওয়ার্ল্ড) সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-রাবিসাস প্রাক্তনী'র ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাবিসাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ উপ-সচিব ড. শাহ আলম চুন্নু, সহ-সভাপতি-২ জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার তাপস মজুমদার। যুগ্ম সাধারণ সম্পাদক জোহায়ের ইবনে কলিম ও এনায়েত করিম, অর্থ সম্পাদক সুজন নাজির, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শিমুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন আলী, প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইব্রাহীম পাঠান।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন-অ্যাডভোকেট এলিনা খান, তারিকুল ইসলাম, এ এস এম মুসা, ড. কুদরাত-ই-খুদা বাবু, মাহবুব আলম ও শাহীন আলম।
নতুন এই কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- অবসরপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম খান বুলবুল, যুক্তরাষ্ট্রের স্যাবিক টেকনোলজির প্রধান বিজ্ঞানী ড. অসীম কুমার ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রশাসনা দপ্তরের সাবেক প্রধান আহমদ সফিউদ্দিন, রাবির মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আনোয়ারুল হাসান সুফি, রাবি অধ্যাপক মলয় ভৌমিক, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ড. দীপক দাস, অবসরপ্রাপ্ত অধ্যাপক সারোয়ার আলম সরদার, বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মু. দায়েম উদ্দিন ও অস্ট্রেলিয়ার সাউথ এশিয়া প্যাসিফিক কনসালটেন্সি গ্রুপের পরিচালক লাইলাক শহীদ।
সভায় রাবি সাংবাদিক সমিতির প্রাক্তনী ড. অসীম কুমার ঘোষ, ড. দীপক দাস, অধ্যাপক মলয় কুমার ভৌমিক, সারোয়ার আলম সরদার, কে এম শহীদুল হক, রব মজুমদার, এনায়েত করিম, আমজাদ হোসেন শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন