- সারাদেশ
- সেবাতেই আনন্দ যার
সেবাতেই আনন্দ যার

রোগী দেখছেন ডা. সত্যকাম চক্রবর্তী - সমকাল
শ্রীমঙ্গলের প্রাচীন নির্মাই শিববাড়ি মন্দিরের সেবায়েত স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সাবেক পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী। সপ্তাহের প্রতি সোমবার শিববাড়ি মন্দিরে পূজা দিতে আসেন। পূজা শেষে সেখানেই বিনা টাকায় রোগী দেখেন তিনি।
ফেব্রুয়ারির এক সোমবার সরেজমিনে দেখা যায়, নির্মাই শিববাড়িতে পূজা চলছে। পুরোহিত হিসেবে মন্ত্র উচ্চারণ করছেন ডা. সত্যকাম। পূজা শেষ হতেই মন্দিরের নাটমণ্ডপে বসানো হলো একটি টেবিল ও তিনটি চেয়ার। টেবিলের ওপর এক এক করে রাখা হলো চিকিৎসা সেবার সরঞ্জাম। সামনের চেয়ারে বসলেন রোগী। নাম সফল মিয়া। তিনি পাশের গ্রাম থেকে এসেছেন। ডা. সত্যকাম সফল মিয়ার প্রেশার মেপে ও বিভিন্ন পরীক্ষা করে কাগজে ওষুধের নাম লিখে দিলেন। তাঁকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন সফল মিয়া। ডাক্তার দেখাতে সফল মিয়ার কোনো টাকা খরচ করতে হয়নি।
চিকিৎসা সেবা নিতে আসা চান মিয়া বলেন, ডাক্তার সাহেব এখানে প্রতি সপ্তাহেই আসেন। গ্রামের মানুষ অসুখ হলে তাঁকে দেখান। তিনি রোগী দেখে টাকা নেন না। উল্টো অনেককে ওষুধ কিনে দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সাবেক পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী বলেন, প্রাচীন এ নির্মাই শিববাড়ি মন্দিরের সেবায়েত হিসেবে তাঁর পরিবারের লোকেরা সম্পৃক্ত ছিলেন। এখন তিনি আছেন। চাকরি থেকে অবসরে যাওয়ার পর প্রায় দুই বছর ধরে এখানে তিনি নিয়মিত আসেন। তিনি শহরে বাস করলেও এই মন্দিরের পাশে ঠাকুরবাড়ি গ্রামে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তিনি এই এলাকার সন্তান, চিকিৎসক ও মন্দিরের সেবায়েত হিসেবে গ্রামবাসীর প্রতি তাঁর দায়বদ্ধতা আছে। এছাড়া মানুষকে সেবা করার মাধ্যমে তিনি দেবতার আরাধনা করতে পারেন।
মন্তব্য করুন