- সারাদেশ
- অপহৃত স্কুলছাত্রী ৬ মাস পর উদ্ধার, গ্রেপ্তার ১
অপহৃত স্কুলছাত্রী ৬ মাস পর উদ্ধার, গ্রেপ্তার ১

গ্রেপ্তার জাহিদ হাসান। ছবি: সমকাল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অপহৃত স্কুলছাত্রীকে ৬ মাস পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে জাহিদ হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার গঞ্জমরুয়া স্কুল ও কলেজের সামনে থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও জাহিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ উপজেলার বেলকা ইউনিয়নের বেকরির চর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, ২০২২ সালের ১৫ আগস্ট স্কুল যাওয়ার পথে ওই ছাত্রী অপহৃত হয়। গ্রেপ্তার জাহিদ তাকে অপহরণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় অপহরণ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক জানান, শুক্রবার আসামি জাহিদকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া অপহৃত ওই স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন