- সারাদেশ
- ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
ঢাকার ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের রাধানগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা রাতের যেকোন সময়ে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি ভুট্টা ক্ষেতে ফেলে চলে যায়।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন হাওলাদার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার গায়ে কালো গেঞ্জি ও প্যান্ট ছিল। তবে তাকে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে। পরিচয় শনাক্তসহ এ ঘটনার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন