- সারাদেশ
- হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোজাম্মেল হক (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার উবাহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মোজাম্মেল হক চুনারুঘাট উপজেলার ঘরগাও গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
স্থানীয়রা জানান, মোজাম্মেল হক মোটরসাইকেল যোগে উবাহাটা এলাকায় দিয়ে যাচ্ছিলেন। এসময় মাটি ভর্তি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।
মন্তব্য করুন