ঢাকার নবাবগঞ্জ উপজেলায় লুৎফর আলী (৪০) নামের এক নির্মাণশ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় সহকর্মী মতিনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বেলা ১১টায় নবাবগঞ্জ থানা কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার শোল্লা ইউনিয়নের পূর্ব দুধঘাটা মসজিদ সংলগ্ন এলাকা থেকে নির্মাণশ্রমিক লুৎফরের লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতে নিহতের ভাই আকবর আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলম জানান, মতিন ও নিহত লুৎফর আলী নির্মাণশ্রমিক। তারা ১৫দিন আগে ঠিকাদার লাভলু মিয়ার অধীনে নবাবগঞ্জের পূর্ব দুধঘাটা জামে মসজিদে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেন। তারা মসজিদের পাশের একটি টিনের দোচালা ঘরে থাকতেন। অন্য শ্রমিকরা আরেকটি ঘরে থাকেন। ২ মার্চ সকালে লুৎফর আলী ও মতিনকে কাজে না দেখে শ্রমিকরা তাদের ঘরে যান। সেখানে লুৎফরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানা নেওয়া হয়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। মতিনের খোঁজ না পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।