- সারাদেশ
- অভয়নগরে মাছের ঘেরে মিলল ইজিবাইক চালকের লাশ
অভয়নগরে মাছের ঘেরে মিলল ইজিবাইক চালকের লাশ

প্রতীকী ছবি
যশোরের অভয়নগর উপজেলায় মাছের ঘের থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের উলু বটতলা এলাকায় একটি মাছের ঘেরে লাশটি পাওয়া যায়।
নিহত মো. রাশেদ হোসেন (২৩) যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ধোপাদী গ্রামের আজিবর সরদার উলুবটতলা এলাকায় তার মাছের ঘেরে শুক্রবার দুপুরে মাছের খাবার দেওয়ার সময় পানিতে একটি লাশটি দেখতে পান। তিনি এলাকার লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করে। তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে কালো গেঞ্জি এবং গলায় রশি পেচানো ছিল।
নিহত রাশেদের বাবা জসিম উদ্দিন বলেন, 'বৃহস্পতিবার সকালে রাশেদ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। শুনেছি তিনজন লোক ইজিবাইক রিজার্ভ করে নিয়ে গেছে। এরপর আর সে বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারি অভয়নগরে মাছের ঘেরে একটি লাশ পাওয়া গেছে। আমরা থানায় এসে আমার ছেলে রাশেদের লাশ দেখতে পাই।'
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, উপজেলার ধোপাদী গ্রামের একটি মাছের ঘের থেকে রাশেদ নামে একজন ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় রশি পেচানো ছিল। এ ঘটনায় মামলা হয়েছে। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
মন্তব্য করুন