- সারাদেশ
- শেখ হাসিনা ক্ষমতায় বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে: পার্বত্যমন্ত্রী
শেখ হাসিনা ক্ষমতায় বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে: পার্বত্যমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহারদুর উশৈসিং - সমকাল
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহারদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন বলেই সকল সম্প্রদায়ের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে।
শুক্রবার রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত শংকর মঠ ও মিশনে শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪তম শুভ আবির্ভাব এবং জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্যবাসীর দীর্ঘদিনের দাবি রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর ওপর সেতু নির্মাণ করা। পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে কর্ণফুলী সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সারাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামে প্রতিটি পাড়ায় বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষ ধর্মীয় দৃষ্টিনন্দন উপাসনালয় নির্মাণ করতে সক্ষম হয়েছে। অতীতে কোনো সরকারের আমলে এতো ধর্মীয় প্রতিষ্ঠান নির্মিত হয়নি।
পার্বত্যমন্ত্রী আরো বলেন, পার্বত্য অঞ্চল সকল সম্প্রদায়ের সহাবস্থানের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক অঞ্চলে পরিণত হয়েছে। পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিটি ধর্মের জন্য কাজ করে যাচ্ছি। এর মধ্য দিয়ে সবার মনে সম্প্রীতি মৈত্রী ভাব উদয় হবে।
জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষির চাকমা, সাবেক জেলা পরিষদের চেয়াররম্যান চিংকিউ রোয়াজা,জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের উপদেষ্টা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি আমল কান্তি দাশ, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তাশান্তনু কুমার দাশ, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা প্রমুখ।
এর আগে পার্বত্যমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি ২০ লাখ টাকায় নির্মিত জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের নতুন ভবন উদ্বোধন ও ৭০ লাখ টাকা ব্যয়ে আশ্রমের যাতায়াত কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
মন্তব্য করুন