- সারাদেশ
- সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ১
সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ১

ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হত্যা মামলার আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) বিকেলে চর সৈয়দপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি দৌলত হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি লুৎফর রহমানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ২০২২ সালের ২৬ জুন রাতে পূর্ব শত্রুতার জেরে সাবেক সদস্য দৌলত হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় তার স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে গোগনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য রুবেল আহমেদ, ইমরান, রানা, হিমেল, শাওন, আমিরসহ ২২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়। ঘটনার পর থেকে সেলিম ছাড়া বাকি সব আসামি পলাতক ছিলেন। ২৭ জুলাই উচ্চ আদালত থেকে মামলার প্রধান আসামিসহ বাকিরা ৪ সপ্তাহের জন্য জামিন নেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও লুৎফর পলাতক ছিলন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন