- সারাদেশ
- ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাইল ছবি
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকার শিল্প পুলিশ-৫ এর কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের মাসকান্দা এলাকার কাঁচামাল ব্যবসায়ী আবদুস সাত্তার (৩০) ও মো. সাজ্জাদ (৩২)।
ভরাডোবা হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ-৫ এর কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হায়িয়ে ধাক্কা দেয়। এতে পিক-আপ ভ্যানের সামনের আসনে থাকা ময়মনসিংহ সদরের মাসকান্দা এলাকার কাঁচামাল ব্যবসায়ী আবদুস সাত্তার ও মো. সাজ্জাদ ঘটনাস্থলেই মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক রিয়াদ মাহমুদ জানান, সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও নিহত দু'জনের মরদেহ উদ্ধার করেছে। পরে নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন