নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরিন বেগমের  মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বিষয়টি জানাজানি হয়।  

সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৪তম সভায় তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়। পরে গত ৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত নতুন গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

অধ্যাপক শিরিন বেগম সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার স্ত্রী। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 

মুক্তিযোদ্ধা সনদ বাতিল প্রসঙ্গে জানতে চাইলে শিরিন বেগম বলেন, ‘আমাকে কারণ দর্শানোর নোটিশ না দিয়ে সনদ বাতিল করা হয়েছে। আমি এ বিষয়ে হাইকোর্টে রিট করেছি। হাইকোর্ট আমার মুক্তিযোদ্ধা বাতিলের আদেশটি স্থগিত করে রিট আমলে নিয়েছেন।’  

জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা বলেন, ‘২০১৪ সালে অধ্যক্ষ শিরিন বেগমের নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি আলোচনায় আসে। ওই সময় সোনারগাঁ উপজেলার মুক্তিযোদ্ধারা এ বিষয়ে আপত্তি তোলেন। ফলে একবার তার আবেদন বাতিল হয়। পরে তিনি কীভাবে তালিকাভুক্ত হন তা জানা যায়নি। এবার তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে।’