ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরে আলমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেয়ারম্যানকে প্রধান করে ৯ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। মামলার বাদী ইউনিয়নের নবীপুর গ্রামের আবু কালামের স্ত্রী লিপি আক্তার।

অন্য আসামিরা হলেন– ইউনিয়নের দড়িলাপাং গ্রামের হাদিস মিয়া, শাহ জালাল, কবির মিয়া, সাইফুল মিয়া, মুর্শিদ মিয়া, হযরত আলী, আক্তার হোসেনসহ এক নারী। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরিবারটির সঙ্গে বিরোধ ও বিভিন্ন বিষয়ে মামলা-মোকদ্দমা চলছে। এরই জেরে চেয়ারম্যানের লোকজন পরিবারটির এলাকায় শান্তিতে বসবাস করতে হলে চাঁদা দিতে হবে বলে জানায়। গত ২০ জানুয়ারি চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর লোকজন লিপি ও তাঁর স্বামী কালামের পথে আটকিয়ে ৫ লাখ টাকা দাবি করে।

আরও অভিযোগ করা হয়েছে, টাকা দিতে অস্বীকার করলে তাঁদের মারধরসহ শ্লীলতাহানি করে। হুমকি দিয়ে জোরপূর্বক খালি স্ট্যাম্পে তাঁদের দু’জনের স্বাক্ষর নিয়েছে। এ ঘটনা কাউকে জানালে বা মামলা করলে স্বামীকে খুন করে মেঘনা নদীতে ভাসিয়ে দেবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছে তারা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নূরে আলমের কাছে জানতে চাইলে তিনি মামলার বিষয়টি অবগত নন জানিয়ে বক্তব্য দিতে রাজি হননি।