- সারাদেশ
- আনন্দ নিয়ে পড়তে হবে শিশুদের: ড. জাফর ইকবাল
আনন্দ নিয়ে পড়তে হবে শিশুদের: ড. জাফর ইকবাল

ড. জাফর ইকবাল - ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনি মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী স্কুল উৎসব। এ আয়োজন করেছে সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক বিদ্যালয় স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন। এতে অংশ নিয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্কুল ও অন্যান্য সংগঠন।
শুক্রবার বিকেলে এ উৎসব উদ্বোধন করেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় তিনি বলেন, অনেকে মনে করে, মেধাবীরা শুধু বড় বড় স্কুলে পড়ে। কিন্তু মেধাবীরা ছড়িয়ে আছে সারাদেশে। শিশুদের সঙ্গে আনন্দ-আড্ডায় অংশ নিয়ে তিনি বলেন, এখন আর মুখস্থ করে পড়ালেখা করার দিন নেই। এখন সবাই মিলে মজা করে পড়ালেখা করি আমরা। বইগুলোও নতুন করে সেভাবে তৈরি করেছি। পড়ালেখার পদ্ধতিও বদলে গেছে। শিশুরা আনন্দ নিয়ে পড়বে আর নানা জিনিস উদ্ভাবন করবে।
বর্ণাঢ্য এ আয়োজনে আনন্দ-উচ্ছ্বাসে গুণীজনের সঙ্গে দিন কাটিয়েছে শিশুরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আবদুল আলিমের সভাপতিত্বে উৎসবের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক হায়দার চৌধুরী।
স্বপ্নবাগিচা বিদ্যানিকেতনের সাধারণ সম্পাদক জাহেদুল আলম বলেন, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ৩০ জন শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন। বর্তমানে রেলওয়ে কলোনি এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর ১৫০ শিশু এখানে নিয়মিত পাঠ গ্রহণ করছে।
উৎসবের দ্বিতীয় দিনে আগামীকাল শনিবার প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। শনিবার শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলার পাশাপাশি আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবে চারুলতা বিদ্যালয়।
মন্তব্য করুন