ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে শহরের মুজিব সড়কে দুই তরুণ ও সন্ধ্যায় কোমরপুর এলাকায় অবস্থিত মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

নিহত দুই তরুণ হলেন- সদরের মাচ্চর ইউনিয়নের বৈঠাখালি গ্রামের এলাহী শেখের ছেলে ইনজামুল শেখ (২০) ও শহরের বাক্ষ্মনকান্দা এলাকার রাকিবুল (২০) এবং ঢাকা খুলনা মহাসড়কে নিহত বৃদ্ধার নাম সালেহা বেগম (৬৫)। তিনি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তালতলা এলাকার বাসিন্দা। তবে মৃতের স্বামীর পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ই জানান, ওই বৃদ্ধা রাস্তা পাড় হওয়ার সময় ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে শহরের মুজিব সড়কে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তিন জনের মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক ও মোটরসাইকেল দুটোই দ্রুত গতিতে শহর থেকে একই দিকে যাচ্ছিল। শ্রীঅঙ্গন ব্রিজের উপর মোটরসাইকেলটি একটি রিকশাকে পাশ কাটিয়ে ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের সঙ্গে লেগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

ইনজামুলের বাবা এলাহী শেখ বলেন, ইনজামুল আলফা ইন্সুরেন্স কোম্পানিতে পিয়ন পদে চাকরি করতেন। নিহত দুই যুবক একটি মোটরসাইকেলে করে শহর থেকে বাড়ি ফিরছিলেন। 

তিনি আরও বলেন, ইনজামুল কয়েকদিন ধরেই মোটরসাইকেল কিনে দিতে বায়না করছিল। আমি কিনে দেইনি। আজ ওর ছুটির দিনে দুপুরে বাড়ি থেকে বের হয় বন্ধুদের সঙ্গে ঘুরতে। এই মোটরসাইকেলই ইনজামুলে জীবন খাইলো।

ফরিদপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক তুহিন লষ্কর বলেন, মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাক ফেলে তার চালক ও হেলপার পালিয়েছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।