- সারাদেশ
- মহাসড়কে ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার
মহাসড়কে ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে মহাসড়কে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ভোররাতে মীরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন- মো. রুবেল (৩০), মো. আনোয়ার হোসেন (৫২), মো. নোমান (৫০) ও মো. কাদের (৪০)। তাদের সবার বাড়ি সন্দ্বীপ উপজেলায়।
র্যাব-৭ জানায়, গোপন সূত্রে খবর আসে ৫-৬ জন সদস্যের একটি ডাকাতদল মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ভোর রাতের দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সবার কাছ থেকে একটি করে ছোরা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, গ্রেপ্তার চারজন জিজ্ঞাসাবাদে জানিয়েছে- তারা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
তিনি জানান, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে তিনটি, আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুইটি, নোমানের বিরুদ্ধে ছয়টি ও কাদেরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
মন্তব্য করুন