- সারাদেশ
- প্রশাসন বলল চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হবে, বিএমএ বলল চলবে
প্রশাসন বলল চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হবে, বিএমএ বলল চলবে

ফাইল ছবি
স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম খুলনার প্রশাসনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর শনিবার চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হবে বলে দাবি করেছেন। তবে খুলনা বিএমএর সভাপতি কর্মবিরতি অব্যাহত থাকবে বলে সমকালকে জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশিদা সুলতানার নেতৃত্বে একটি দশ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ৫ ঘণ্টা খুলনা সার্কিট হাউসে খুলনা বিভাগীয় প্রশাসন, খুলনা রেঞ্জ পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, ডেপুটি সিভিল সার্জন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা সব পক্ষের সঙ্গে আলোচনা করেছেন এবং বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএমএ নেতারা শনিবার কর্মবিরতি প্রত্যাহার করবেন। উভয় পক্ষের মামলা যেহেতু আইনগত বিষয় সে কারণে আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। মামলায় উভয়পক্ষই সমঝোতা এসেছে।
তবে ওই সভায় বিএমএর কেউ উপস্থিত ছিলেন না।
এ ব্যাপারে খুলনা বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, কর্মবিরতি স্থানীয় প্রশাসন কিংবা স্বাস্থ্য দপ্তর ডাকেনি। ডেকেছে বিএমএ। কর্মবিরতি প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি। এটি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন