
রাজপথ দখলের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ ও বিএনপি। এর পর থেকে পাল্টাপাল্টি কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংগঠন দুটি। শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি প্রায়ই ঘটছে সহিংসতা। আজকের কর্মসূচি ঘিরেও সতর্ক অবস্থানে থাকবেন নেতাকর্মীরা। সমালোচনা থাকলেও পাল্টাপাল্টি কর্মসূচি অব্যাহত রাখছেন তাঁরা
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে আজ সারাদেশের মহানগরের প্রতিটি থানায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপিসহ ৫৪টি রাজনৈতিক দল ও সংগঠন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে এ কর্মসূচি পালনে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। এ জন্য প্রতিটি থানায় কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দলটির অন্যান্য অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতাদেরও থানাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। দুপুরের পর একযোগে রাজধানীর ৫০টি থানায় এ পদযাত্রা শুরু করবেন বিএনপির নেতাকর্মীরা। বাধাবিঘ্ন এড়িয়ে যে কোনো মূল্যে এ কর্মসূচি সফল করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাদেশে ১৩টি মহানগরের অন্তর্গত ৯৯ থানা এবং ৮ স্থানে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে ২৬ থানায়, দক্ষিণে ২৪, নারায়ণগঞ্জে ৩, গাজীপুরে ৮, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ৪, খুলনায় ৫, বরিশালে ৩, রংপুরে ৬ ও সিলেট মহানগরের ৫ থানায় পালন করা হবে এ কর্মসূচি। এ ছাড়া ফরিদপুর, কুমিল্লা ও ময়মনসিংহ মহানগরে থানা না থাকায় বিভিন্ন ওয়ার্ড মিলে ৮ স্থানে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি পদযাত্রা কমপক্ষে দুই কিলোমিটার পথ অতিক্রম করবে বলে জানা গেছে।
ঢাকা মহানগরে পদযাত্রায় উত্তরা-পূর্ব থানায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পল্লবীতে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গুলশানে ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, কাফরুলে চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, দক্ষিণখান থানায় জয়নুল আবদিন ফারুক নেতৃত্ব দেবেন। দক্ষিণের যাত্রাবাড়ীতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, শাহবাগে মির্জা আব্বাস, বংশালে গয়েশ্বর চন্দ্র রায়, শাহজাহানপুরে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ড. ফরহাদ হালিম ডোনার চকবাজারের পদযাত্রায় নেতৃত্ব দেবেন। এ ছাড়া মহানগর উত্তর ও দক্ষিণের অন্যান্য থানায়ও কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে প্রতিটি থানায় দুপুর ২টা থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিকেল ৩টা থেকে এ পদযাত্রা শুরু হবে। কর্মসূচি সফল করতে বেশ কয়েক দিন ধরে ঢাকা মহানগর ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। সারাদেশে কেন্দ্রীয়ভাবে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাদের এলাকাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সমমনা জোট, দল ও সংগঠন নিজেদের মতো এ কর্মসূচি পালন করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজকের পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে শুধু বিএনপি নয়; গণতন্ত্রের পক্ষের শক্তি অন্যান্য দল ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।
উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশ থাকবে না; দেশের অস্তিত্ব থাকবে না। দেশের কেউ এখন ভালো নেই। এ অবস্থা থেকে উত্তরণে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।
গ্যাস-বিদ্যুৎ, চাল-ডাল-তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ; খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীর মুক্তি ও জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগরের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি এ কর্মসূচি সফল করতে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
দলের ঘোষিত প্রতিটি কর্মসূচি সফল করতে বিএনপির হাইকমান্ড কঠোর সতর্ক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি সভা করে নানা দিকনির্দেশনা দিয়েছেন। নেতারা জানান, জন ও রাষ্ট্রীয় ইস্যুকে কাজে লাগিয়ে এক সময় সরকার পতনের এক দফার আন্দোলনের কৌশলে এখন তাঁরা। শিগগির এ আন্দোলনকে সামনে নিয়ে আসা হবে।
অন্যান্য জোট, দল ও সংগঠন : গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট আলাদাভাবে আজ ঢাকায় পদযাত্রা করবে। সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ সমাবেশ করে কাকরাইলের নাইটিংগেল রেস্তোরাঁ পর্যন্ত পদযাত্রা করবে। বিকেল ৩টায় রাজধানীর এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়সহ রাজধানীর আরও তিনটি স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এলডিপির নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা। ১২ দলীয় জোট সকাল ১১টায় বিজয়নগরে পানির ট্যাঙ্কের কাছে সমাবেশ করে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, কালভার্ট সড়ক হয়ে বিজয়নগর পানি ট্যাঙ্ক পর্যন্ত পদযাত্রা করবে। জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরা সকাল ১১টায় বিজয়নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ঘুরে কাকরাইল মোড় পর্যন্ত পদযাত্রা করবে। এ ছাড়া সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা সকাল ১১টায় পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন