- সারাদেশ
- গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি আহসান, সম্পাদক মিজানুর
গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি আহসান, সম্পাদক মিজানুর

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২২ পদের মধ্যে ২১টিতে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। শুধু সহসভাপতি পদে জয়ী হন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী।
ভোট গণনা শেষে শুক্রবার বিকেলে বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ফারুক। তবে এর পর পরই ব্যালট পেপার লুটে নেওয়ার অভিযোগে ফল প্রত্যাখ্যান করেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। তাঁরা ফের নির্বাচনের দাবি জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ফারুক বলেন, নির্বাচনে সভাপতি পদে মো. আহসান উদ্দিন প্রধান, সহসভাপতি পদে গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান জয়ী হয়েছেন।
এ ছাড়া মু. মেহেদী হাসান (জজ) সহসাধারণ সম্পাদক, মো. মিজানুর রহমান কোষাধ্যক্ষ, মুহাম্মদ রওশন আলী লাইব্রেরি সম্পাদক, মোহাম্মদ মাহবুব হাসান অডিটর, সোহেল রানা সাংস্কৃতিক সম্পাদক, মো. জাকির হোসেন ক্রীড়া সম্পাদক, রাবেয়া ইয়াছমিন কল্পনা মহিলাবিষয়ক সম্পাদক পদে জিতেছেন। সদস্য পদে জয়ী হন কাজী রাকিবুল ইসলাম রাকিব, খায়রুন নাহার রুমি, মো. বায়েজিদ বোস্তামী, মো. মামুনুর রশিদ (মামুন ভূঁইয়া), সালাহ উদ্দিন টিপু, সামছুল হক, মোহাম্মদ শাহ আলম মোল্লা, মো. সাগর আহমেদ শ্যামল, শাফিয়া সুলতানা, মনজুরুল হক ও মোহাম্মদ আলমগীর হোসেন।
বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে একজন মন্ত্রীসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বহিরাগত লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় ১১ ও ১২ নম্বর ব্যালট বই (প্রতি বইয়ে ১০০ পাতা) লুট করে নেওয়া হয়। পরে বাইরে থেকে এসব ব্যালট পেপারে সিল মেরে বাক্সে রাখা হয়।
তিনি অভিযোগ করেন, দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় যথাসময়ে ভোট গণনায় কালক্ষেপণ শুরু করে নির্বাচন কমিশন। অবশেষে বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী এবং তাঁদের সমর্থকদের চাপে রাত ১১টার পর ভোট গণনা শুরু হয়। ১ হাজার ৮৮২ ভোটের মধ্যে ১ হাজার ৮১৩ ভোট কাস্ট দেখিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানলকে বিজয়ী ঘোষণা করা হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ফারুক। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন