- সারাদেশ
- ইছামতীর খালে ত্রিপল ও কম্বলে পেঁচানো মরদেহ উদ্ধার
ইছামতীর খালে ত্রিপল ও কম্বলে পেঁচানো মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ইছামতীর শাখা নদীর তিন খালের মুখ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ত্রিপল ও কম্বল দিয়ে পেঁচানো ছিল। শনিবার বিকেল ৫টার দিকে উপেজলার আলমপুর দক্ষিণ সোনারগাঁও এলাকায় পাওয়া যায় মরদেটি।
স্থানীয় লোকজন লাশটি ইছামতীর শাখা নদীর তিন খালের মুখে ভাসতে দেখে শ্রীনগর থানায় সংবাদ দেয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা সেখান থেকে লাশটি উদ্ধার করেন। এ সময় মরদেহের সঙ্গে কয়েকটি ইট ও ৪০ কেজি ওজনের একাধিক বাটখারা বাঁধা ছিল। তাঁদের ধারণা, লাশটি যাতে ভেসে উঠতে না পারে এ জন্য সেগুলো বেঁধে দেওয়া হয়।
পুলিশ জানায়, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা নদীতে ফেলে দেয়, যা স্রোতে আলমপুর দক্ষিণ সোনারগাঁও এলাকায় এসে ভেসে ওঠে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন