দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলী। শনিবার (৪ মার্চ) দুপুরের পর নড়িয়া উপজেলায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জনসংযোগ করেন। এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন। 

এ বিষয়ে খালেদ শওকত আলী বলেন, ‘আগামী সংসদ নির্বাচন সামনে রেখে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় জনগণের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নড়িয়াবাসীর কাছে পৌঁছে দিচ্ছি। এই জনসংযোগ আগামী নির্বাচনের আগ পর্যন্ত নড়িয়া-সখিপুরের প্রতিটি এলাকায় চলবে।’ 

ডা. খালেদ শওকত আলী সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার প্রয়াত কর্নেল (অব.) শওকত আলীর ছোট ছেলে। তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। দেশের বাইরে থেকে চিকিৎসাশাস্ত্রে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ২০১২ সাল পর্যন্ত খালেদ মধ্যপ্রাচ্যে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। এরপর দেশে ফিরে আসেন এবং বাবার হাত ধরে রাজনীতি শুরু করেন। এলাকার উন্নয়নে তিনি বাবাকে সবসময় দিকনির্দেশনা দিতেন। খালেদ ‘৭১ ফাউন্ডেশন নামে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি সংগঠনের প্রতিষ্ঠাতাও। এছাড়া তিনি নড়িয়া উন্নয়ন সমিতি, নড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউট ও মাজেদা হাসপাতালের কর্ণধার। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পাওয়ার বিষয়ে খালেদ শওকত আলী বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন বলে আমি বিশ্বাস করি। কারণ প্রধানমন্ত্রী সব সময় তৃণমূলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করেন। আমার বাবা কর্নেল (অব.) শওকত আলী শরীয়তপুর-২ আসনে নৌকার মনোনয়ন নিয়ে পাঁচবার সংসদ সদস্য হয়েছিলেন। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেন। আশা করছি, আগামী সংসদ নির্বাচন করে জয়ী হব।’