চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় অধিকাংশ বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। ভেঙে গেছে অনেক সরঞ্জাম। ফলে এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ হয়েছে গেছে স্থানীয় অনেক কারখানা।

ফৌজদারহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী শেখ কাউছার মাসুম বলেন, বিস্ফোরণে বিদ্যুতের অটো লাইন বন্ধ হয়ে গেছে। অনেক পুল হেলে পড়েছে। পুলের ইনসুলেটরও নষ্ট হয়ে গেছে। বিদ্যুতের লাইন ঠিক করতে চার-পাঁচদিন লাগতে পারে। এ ঘটনায় বিদ্যুতের ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ‘সীমা অক্সিজেন লিমিটেড’ প্ল্যান্টে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছেন অনেকেই। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে পুরো অক্সিজেন প্ল্যান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর আগুন লাগায় ধোঁয়া বহু দূর থেকে দেখা গেছে।

গত বছরের ৪ জুন এই অক্সিজেন প্লান্ট থেকে পৌনে এক কিলোমিটার দূরে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন।