চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাত ৯টায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদীপ্ত কুমার, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আবদুল হালিম, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ, চট্টগ্রাম বিস্ফোরক পরিদর্শক সহকারী এস এম শাখাওয়াত হোসেন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিচালক সুভাংকর দত্ত। 

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ‘সীমা অক্সিজেন লিমিটেড’ নামের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। এতে পাশের তিন কারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ৩০টি ভবন। 

বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে ৬ জন ও আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দাফন-কাফন সম্পন্ন করতে জেলা প্রশাসক নিহত প্রতিজনের পরিবারকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।