- সারাদেশ
- আওয়ামী লীগ আমাদের কৃতদাস মনে করে: জি এম কাদের
আওয়ামী লীগ আমাদের কৃতদাস মনে করে: জি এম কাদের

রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ আমাদের কৃতদাস মনে করে, ব্যবহার করতে চায়। তারা শুধু হুকুম করেছিল কিন্তু কোনো সুযোগ-সুবিধা দেয়নি। ভোটের রাজনীতিতে জাতীয় পার্টি বন্ধুত্ব করবে, কারো দাসত্ব করবে না।
তিনি বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যারা নানাভাবে দুর্নীতি-অনিয়ম করছে তাদের রক্ষা করছে এ সরকার।
শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, দলের ভাইস চেয়ারম্যান আদিলুর রহমান আদিল, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন প্রমুখ।
মন্তব্য করুন