চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁ থেকে জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে নগরের জামালখানের কাচ্চি ডাইন রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, তারা পরিচয় গোপন করে নাশকতার পরিকল্পনা করছিলেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সমকালকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের ৩০ জনকে আটক করা হয়েছে। তারা সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে জড়ো হয়েছিলেন। পরিচয় গোপন করে খাওয়া দাওয়ার ফাঁকে এই পরিকল্পনা করছিলেন তারা।

পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।