নোয়াখালী হাতিয়ায় পূর্ব শত্রুতার জেরে এফ বি ভাই  ভাই নামে একটি মাছ ধরার বড় ট্রলারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ট্রলার মালিকের। এ ঘটনায় রোববার সকালে মামলায় বুড়িরচর ইউনিয়নের ছয় জনসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করা হয়।

আসামিরা হলেন- একই গ্রামের রেজাউল হকের ছেলে মো.সোহাগ (২৭), ছারোয়ার হোসেন (২৫), মৃত বলির ছেলে মো. আশ্রাফ (৩৫) বাবুল (৩০), মৃত দুধা মিয়ার ছেলে রেজাউল হক (৬০), রেজাউল হকের ছেলে আব্দুছ ছাত্তার (৩০)।

এর আগে শনিবার গভীর রাতে উপজেলার বুডিরচর ইউনিয়নের রহমতবাজার ঘাট সংলগ্ন বাগানের পূর্ব পাশে খালের পাড়ে অগ্নি সংযোগের ঘটনাটি ঘটে।

এফ,বি ভাই ভাই ১০৫ ফিসিং ট্রলারের মালিকের নাম মো.খবির উদ্দিন। তিনি বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বড়দেইল গ্রামের মৃত আহম্মদ করিমের ছেলে।

খবির উদ্দিন বলেন, ইলিশ মাছের মৌসুম শেষ হয়েছে প্রায় চার মাস আগে। পরবর্তী মৌসুম শুরু হলে আবার সাগরে যাবো এই আশায় তৈল, মবিল লাগিয়ে আমার ট্রলারটি উপরে তুলে রেখেছি। টুকটাক কিছু কাজ ছিল তাও শেষ করেছি।

তিনি আরও বলেন, আমার ছেলে প্রতিদিন পাহারা দেয়, কিন্তু শনিবার রাত ১০টার দিকে ছেলে ভাত খেতে আসে, খাওয়া শেষ করে ট্রলারের দিকে যেতে থাকলে সে কয়েকজনকে দৌড়ে পালাতে দেখে। পরে সে ট্রলারে কাছে গিয়ে দেখে ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তখন সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজনসহ আমি দৌড়ে গিয়ে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।

খবির উদ্দিনের অভিযোগ, আগুনে ট্রলারের কেবিনের ভিতরে ও ইঞ্জিন রুমের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। কিছু দুস্কৃতিকারী পারিবারিক পূর্ব শত্রুতার জেরে আমাকে নি:স্ব করার জন্য ট্রলারে আগুন দিয়েছে।