এক হাজার টাকা করে জরিমানা ও ৬ মার্চের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করে দেওয়ার মর্মে মুচলেকা রেখে দুই প্রকল্প সভাপতিকে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার রাতে সহকারী কমিশনার (ভূমি) তাহিরপুর মহালিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মহালিয়া হাওরের ১৯ নম্বর প্রকল্পের সভাপতি মুশাহিদ মিয়া ও ১৬ নম্বর প্রকল্পের সভাপতি ফজলুল হককে জরিমানা করা হয়। শুক্রবার তাঁদের আটকের পর থানায় রাখা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি জানান, বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে মহালিয়া হাওরের দুই প্রকল্প সভাপতিকে আটকের আট ঘণ্টা পর ১ হাজার টাকা করে জরিমানা ও মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।