সুবর্ণচর উপজেলায় এক কৃষকের ক্ষেতের ৫০০ থেকে ৬০০ করলা গাছ কেটে ও উপড়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে চরজব্বার গ্রামে মো. ফারুকের ক্ষেতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মো. ফারুক জানান, গ্রামের মাঠে ৮০ শতাংশ জমিতে করলার চাষ করেছেন তিনি। মাচা দিয়ে দুই থেকে আড়াই হাজার করলা গাছ রোপণ করেছিলেন। অধিকাংশ গাছে ফলন এসেছে। মৌসুমের শুরুতেই ৪২ কেজি করলা বিক্রি করেছেন। শুক্রবার সন্ধ্যায় ক্ষেত থেকে বাড়ি ফেরেন। শনিবার সকালে গিয়ে দেখেন– পাঁচ শতাধিক গাছ কেটে ও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

ফারুক জানান, ধারদেনা করে করলার চাষ করেছেন। যা পুঁজি ছিল সব ক্ষেতের কাজে লাগিয়েছেন। গাছ কেটে দেওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনা পরিশোধ করার কথা ছিল তাঁর।


বিষয় : গাছের সঙ্গে শত্রুতা

মন্তব্য করুন