- সারাদেশ
- এখনও তদন্ত কমিটি হয়নি, তিনটি মামলা দায়ের
পঞ্চগড়ে সংঘর্ষ
এখনও তদন্ত কমিটি হয়নি, তিনটি মামলা দায়ের

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে বিক্ষুব্ধদের দেওয়া আগুন ও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। এতে গত শুক্রবার গুলিতে এক তরুণ ও বিক্ষোভকারীদের আঘাতে অপর এক তরুণের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে তিনটি মামলা হয়েছে বলে রোববার জানিয়েছেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
তিনি বলেন, এ ঘটনায় আরও মামলা প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে এটা প্রক্রিয়াধীন।
এদিকে, পুলিশ ও মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় শহরে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল শনিবার সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও শহরে অতিরিক্ত পুলিশ ও বিজিবির টহল দেখা গেছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নিয়োগ করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স।
সংঘর্ষের ঘটনায় নিহত আরিফুর রহমানের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছেন খতবে নবুওয়তের নেতাকর্মী ও পরিবারের লোকজন। তারা আরিফকে শহীদ দাবি করে রক্তমাখা শরীর এবং পরনের রক্তমাখা কাপড়সহ কাফনের কাপড় পরান। জানাজায় কয়েক হাজার মুসল্লি অংশ নেন।
তবে আহমদিয়া সম্প্রদায়ের অনুসারী নিহত জাহিদ হাসানের মরদেহ প্রাথমিক সুরতহাল এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ। বিকেলে আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। এতে আহমদিয়া মুসলিম জামায়াতের বহিঃসম্পর্ক, গণসংযোগ ও প্রেস বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরী দাবি করেন, হামলার ঘটনায় তাদের সম্প্রদায়ের একজন নিহতসহ ১৮০ বাড়িঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে। এতে তাদের ৭০ জন আহত হন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
মন্তব্য করুন