- সারাদেশ
- চট্টগ্রাম-কলকাতা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর আহ্বান
চট্টগ্রাম-কলকাতা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর আহ্বান

ফাইল ছবি
এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংগঠনের সভাপতি মাহবুবুল আলম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে চিঠি দিয়েছেন। আজ রোববার তিনি এ আহ্বান জানান।
চিঠিতে চেম্বার সভাপতি বলেন, ভারতের সঙ্গে পারস্পরিক ব্যবসাসহ চিকিৎসা ও পর্যটনকে কেন্দ্র করে উভয় দেশের মানুষের মধ্যে যাতায়াত উল্লেখযোগ্য হারে বেড়েছে। ঢাকা থেকে কলকাতায় প্রতিদিন বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু থাকলেও সরাসরি চট্টগ্রামের সঙ্গে আকাশপথে যোগাযোগের ব্যবস্থা নেই। এক্ষেত্রে চট্টগ্রামে আসতে বা চট্টগ্রাম থেকে ভারতে যেতে ভ্রমনেচ্ছুদের ঢাকা হয়ে যাতায়াত করতে হয়, যা খরচ ও সময় সাপেক্ষ।
চিঠিতে আরও বলা হয়, একটি বেসরকারি সংস্থা চট্টগ্রাম-কলকাতা রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে। কিন্তু চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ী, চিকিৎসা প্রত্যাশী ও পর্যটকের চাহিদার তুলনায় তা অপ্রতুল এবং টিকেট পাওয়া অত্যন্ত দুঃসাধ্য। তার ওপর যাতায়াতকারীর সংখ্যা ও চাহিদা ক্রমেই বাড়ছে।
মন্তব্য করুন