পটুয়াখালীর কলাপাড়া খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের অর্থ ও সরকারি অনুদান আত্মসাতের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদারের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি ওই মসজিদের সাবেক প্রধান উপদেষ্টা, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য।

মসজিদের কার্যকরী পরিষদের সদস্য আব্দুল হান্নান বেপারী গত ২৬ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন। এতে মাহবুবসহ ৫ জনের নাম উল্লেখ ও অচেনা ৪-৫ জনকে আসামি করা হয়েছে। গত বুধবার বিচারক এ কে এম এনামুল করিম মামলাটি তদন্তে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মসজিদের কার্যকরী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান, তাঁর স্ত্রী সুরাইয়া নাসরিন, কমিটির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, কলাপাড়ার সাব-রেজিস্টারসহ অচেনা ৪-৫ জন।

আসামিদের বিরুদ্ধে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ থেকে মসজিদ এবং ঈদগাঁহ মাঠের নামে বরাদ্দকৃত প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে মাহবুবুর রহমান বলেন, ‘আমি মসজিদ কমিটির সভাপতি-সম্পাদক কিছুই না। কমিটির সভাপতি পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাহলে আমি কীভাবে অর্থ আত্মসাৎ করব? আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ার আশঙ্কা থেকে অনেকে আমার ভাবমূর্তি নষ্ট করতে মামলার নাটক সাজিয়েছেন।’

রাকিবুল আহসান বলেন, ‘এক যুগ আগে মসজিদটির নির্মাণকাজ শেষ হয়েছে। রাজনৈতিক উদ্দেশে এখন মিথ্যা মামলা করা হয়েছে। মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাহলে আমি কীভাবে অর্থ আত্মসাৎ করলাম?’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি ওই মসজিদের সভাপতি, তা-ই তো জানি না। লোকমুখে অনেক কিছু শুনছি। বিষয়টি খতিয়ে দেখব।’