নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের লাঞ্ছনার শিকার অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে মোটরসাইকেল উপহার দিয়েছেন নাট্যকার রামেন্দু মজুমদার। শনিবার বিকেলে শহরের টিভিএস মোটরসাইকেল শোরুম থেকে তাঁর পক্ষে অধ্যক্ষকে নতুন মোটরসাইকেল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, রামেন্দু মজুমদারের প্রতিনিধি সৈয়দ আপন আহসান প্রমুখ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস বলেন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের মোটরসাইকেল উপহার পেয়ে তিনি খুশি। এর আগেও দেশের মানুষ তার পাশে থেকেছেন। তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

জানা যায়, গত বছরের ১৮ জুন লাঞ্ছিত করা হয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে। এদিন তার মোটরসাইকেলসহ শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনায় ২৭ জুন অজ্ঞাতনামা ১৭০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ওসি শওকত কবির ও মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুরসালিনকে প্রত্যাহার করা হয়।

ঘটনার ৪৬ দিন পর গত ৩ আগস্ট কর্মস্থলে যোগদান করেন অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় গ্রেপ্তার ৯ আসামি জামিনে আছেন। খুব দ্রুত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। নড়াইল জজকোর্টের অতিরিক্ত পিপি আলমগীর সিদ্দিকী বলেন, এ ঘটনায় আগামী ১৬ মার্চ চার্জশিট দাখিলের দিন ধার্য করা হয়েছে।