- সারাদেশ
- চৌহালী উপজেলা বিএনপির ৭ নেতার পদত্যাগ
চৌহালী উপজেলা বিএনপির ৭ নেতার পদত্যাগ

ছবি: সংগৃহীত
যোগ্যদের কমিটিতে না রাখার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির নবগঠিত আংশিক কমিটি থেকে সাত নেতা পদত্যাগ করেছেন।
রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন- নবগঠিত চৌহালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহার মৌলভী, সহ-সভাপতি বাবুল সরকার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, সদস্য ইউনুস শিকদার, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, আব্দুল আলিম ও আহসান হাবিব দুলাল।
গত ১৪ জানুয়ারি জাহিদ মোল্লাকে সভাপতি ও ক্বারি ময়নুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চৌহালী উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
পদত্যাগের বিষয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, আংশিক কমিটি গঠন করার পর দু-একজন মোবাইলফোনে আক্ষেপ করলেও তাদের লিখিত অভিযোগ পাইনি। আংশিক খসড়া কমিটির তালিকা উপজেলা থেকেই এসেছে। তারা (পদত্যাগকারী নেতারা) বলছেন- যোগ্যদের কমিটিতে রাখা হয়নি। শৃঙ্খলা ভঙ্গকারীদের কমিটিতে রাখা হয়েছে। বাস্তবেই এমন হলে অভিযোগের তদন্ত ও সদস্যদের সংখ্যা গরিষ্ঠতার মতামত সাপেক্ষে তা সংশোধনেরও সুযোগ রয়েছে।
মন্তব্য করুন