- সারাদেশ
- নতুন ভ্যান পেলেন অসহায় সেই চান মিয়া
নতুন ভ্যান পেলেন অসহায় সেই চান মিয়া
-samakal-64050e89bdfdb.jpg)
চান মিয়াকে নতুন ব্যাটারিচালিত ভ্যান উপহার দিয়েছে ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আমরা করবো জয়। ছবি: সমকাল
পরিবারের উপার্জনের একমাত্র বাহন হারিয়ে পুরোপুরি বেকার ও অসহায় হয়ে পড়া চান মিয়া পেলেন নতুন ব্যাটারিচালিত ভ্যান। ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ তাকে নতুন ভ্যানটি উপহার দিয়েছে।
রোববার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে ভ্যানটি হস্তান্তর করা হয়।
জানা যায়, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক চান মিয়ার (৩৮) ভ্যানটি চুরি হয় চার মাস আগে। এরপর তিন ছেলে-মেয়ে ও স্ত্রীর তিন বেলা খাবার জুটানো কষ্ট হয়ে যায় তার। স্থানীয়রা কিছু সাহায্য তুলে দেন। এ দিয়ে কোনো রকম সংসার চালিয়েছেন এতদিন। বিষয়টি ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ এর নজরে এলে তাকে নতুন ভ্যান দেওয়ার উদ্যোগ নেয় সংগঠনটি।
নতুন ভ্যান পেয়ে চান মিয়া বলেন, আমি যে কত খুশি তা বলে আপনাদের বুঝাতে পারবো না। আমি বাচ্চাদের নিয়ে না খেয়ে দিন পার করছিলাম। শারীরিক সমস্যার কারণে আমি মাঠে-ঘাটে কাজ করতে পারি না। এ ভ্যান চালানোই আমার পেশা। এখন আমি আবার এই ভ্যান চালিয়ে বাচ্চা নিয়ে খেয়ে-পরে বাঁচতে পারবো।
সংগঠনটির সভাপতি ডা. আহমেদ সৌরভ বলেন, আমরা এর আগে ১৪ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। চান মিয়া ১৫তম ব্যক্তি, যাকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। মোট ৫১ হাজার টাকা ব্যয়ে তাকে ব্যাচারিচালিত ভ্যানটি দেওয়া হয়েছে। এ টাকার পুরোটাই আমাদের সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দেওয়া। এখানে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সহায়তা নেই।
এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু, ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তমিজউদ্দিন তাজ, সাংবাদিক তরিকুল ইসলাম হিমেল, ‘আমরা করবো জয়ে’র সাধারণ সম্পাদক মো. শরীফ খান, সদস্য মহুয়া ইসলাম ও সাকিব প্রমুখ।
মন্তব্য করুন