- সারাদেশ
- নিখোঁজের পরদিন সেচ নালায় মিলল শিশুর গলা কাটা মরদেহ
নিখোঁজের পরদিন সেচ নালায় মিলল শিশুর গলা কাটা মরদেহ

শাহরিয়ার শিহাব
নীলফামারী সদর উপজেলায় শাহরিয়ার শিহাব (১২) নামে এক শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি শনিবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর রোববার রাতে ইটাখোলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি সেচ নালায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত শিহাব তেলিপাড়া গ্রামের এরশাদুল হকের ছেলে। সে মমতাজ মেমোরিয়াল কিন্ডারগার্টেনে পঞ্চম শ্রেণিতে পড়তো।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ধানক্ষেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় শিহাব। এরপর সারা রাত বিভিন্ন স্থানে তার খোঁজ করেন পরিবারের সদস্যরা। এমনকি এলাকায় তার সন্ধানে মাইকিংও করা হয়। পরে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা।
তারা জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় টিভি মেকানিক হাসেন আলী জমিতে পানি দিতে গেলে শিশু শিহাবের গলা কাটা মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মুক্তারুল আলম বলেন, ‘হত্যা রহস্য উদঘাটনে পুলিশের সঙ্গে ডিবি ও সিআইডি কাজ করছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
মন্তব্য করুন