- সারাদেশ
- প্রাণঘাতী হিসেবে দুই যুগ আগে কিডনি রোগের অবস্থান ছিল ২৭তম, বর্তমানে ৭ম
মতবিনিময় সভায় তথ্য
প্রাণঘাতী হিসেবে দুই যুগ আগে কিডনি রোগের অবস্থান ছিল ২৭তম, বর্তমানে ৭ম

প্রাণঘাতী হিসেবে কিডনি রোগের অবস্থান দুই যুগ আগেও যেখানে ছিল ২৭তম, সেখানে বর্তমানে তা ৭ম অবস্থানে উঠে এসেছে।
সোমবার ইনসাফ বারাকাহ হাসপাতালের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার বক্তারা এমন তথ্য জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ খান। সভাপতিত্ব করেন ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।
অধ্যাপক ডা. মো. ফিরোজ খান বলেন, কিডনি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটি। দিন দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে- ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে। প্রাণঘাতী হিসেবে কিডনি রোগের অবস্থান দুই যুগ আগে ছিল ২৭তম, বর্তমানে এটা দাঁড়িয়েছে ৭ম স্থানে এবং ২০৪০ সালে ৫ম অবস্থানে পৌঁছাবে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম জানান, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও ৯ মার্চ বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে আমরা আয়োজন করতে যাচ্ছি ১৫ দিনব্যাপী চিকিৎসা ও বিভিন্ন সেবামূলক কর্মসূচি।
সভার প্রধান অতিথি ড. মনোরঞ্জন ঘোষাল বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচি ঘোষণা করায় ইনসাফ বারাকাহ হাসপাতালকে ধন্যবাদ জানাই।
মতবিনিময় সভায় ১৫ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেন অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। তিনি জানান, ১৫ মার্চ পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন, প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেয়া হবে। ক্যাম্পে রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের কিডনি সম্পর্কিত সিরাম ক্রিটিনিন, ইউরিন আর/ই পরীক্ষা ও ডেন্টাল চেক-আপ ফ্রি করা হবে। ক্যাম্প চলাকালীন প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় হাসপাতালের মূল রেট থেকে ৫০% ছাড় দেয়া হবে। মাত্র ১০০০ টাকায় ৬টি পরীক্ষা (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, সিরাম ক্রিটিনিন, আরবিএস, ইউরিন আর/ই,) প্যাকেজে হেলথ চেক-আপ করার সুযোগ থাকবে। ৩৫ হাজার টাকায় প্যাকেজে কিডনির পাথর অপারেশন করা হবে (মেডিসিন ছাড়া)।
ডা. ফখরুল আরও জানান, কিডনি দিবস উপলক্ষে পাঁচজন দরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত কিডনি ডায়ালাইসিস ফ্রি করা হবে (মেডিসিন ছাড়া)। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন এবং ১০ জন দরিদ্র শিশুর সুন্নাতে খাৎনা বিনামূল্যে করা হবে (মেডিসিন ছাড়া)। এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো, ব্যানার প্রদর্শন করা হবে।
মন্তব্য করুন