- সারাদেশ
- কলারোয়ায় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
কলারোয়ায় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

সাতক্ষীরার কলারোয়ায় পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন ডাকাত সদস্য গুলিবিদ্ধ ও ৫ জন পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ ডাকাতসহ ৬ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এছাড়া ডাকাতদের ব্যবহৃত গুলিসহ একটি পিস্তল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রোববার রাত ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ডাকাতের নাম মিজানুর রহমান (৫০)। তিনি যশোর সদরের ধলা মিয়ার ছেলে। তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আটক অন্য ডাকাতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজির আলী এলাকার বশির আহম্মেদের ছেলে হুমায়ুন কবীর (৩৭), যশোর কতোয়ালী থানার মোল্ল্যাা পাড়া গ্রামের ফজর আলীর ছেলে সাইদুল ইসরাম (৬০), যশোর জেলার শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আবুল কালাম ((৫৫) ও একই গ্রামের নূর মোহাম্মাদের ছেলে আব্দুল্লাহ (৪৫) ও সাতক্ষীরা সদরের মধ্যকাটিয়া গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে সাইদুল ইসলাম (৩০)।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানা ওসি নাছির উদ্দিন মৃধা, এসআই রঞ্জন, এস আই রাজিব ও এ এসআই আনোয়ারসহ পাঁচজন পুলিশ আহত হয়েছেন।
সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কোটার মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে ঢাকা পরিবহনে ডাকাতির প্রস্তুতি করছে একদল ডাকাত। সে সময় পুলিশের একটি দল ওই স্থানে পৌঁছে ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা তাদের ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার থেকে গুলি করতে শুরু করে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ একজন ডাকাতসহ মোট ছয়জন ডাকাত সদস্যকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল। জব্দ করা হয় ডাকাতদের ব্যবহৃত সাদা রংয়ের একটি প্রাইভেটকার। এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন