- সারাদেশ
- জমিজমার বিরোধে মা-মেয়েকে হত্যায় ৩ জনের ফাঁসি
জমিজমার বিরোধে মা-মেয়েকে হত্যায় ৩ জনের ফাঁসি

ছবি: সমকাল
চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মা-মেয়েকে হত্যার দায়ে তিন জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (০৬ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় দেন। ফাঁসি ছাড়াও তাদেরকে প্রত্যককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত সরকারি কৌসুলি (এপিপি) অ্যাডভোকেট রবিউল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপর রাজারামপুর কুমারপাড়া মো. মজিবুর রহমান ওরফে খুদির ছেলে হুমায়ন কবির ও একই গ্রামের মো. মাহবুব আলম এবং রাজারামপুর কুমারপাড়া বিলপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে মো. রুবেল। রায়ের সময় তিন আসামির মধ্যে দুজন উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন মো. মাহবুব আলম।
এপিপি রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ৩০ আগস্ট রাতে উপর রাজারামপুর কুমারপাড়া এলাকার প্রবাসী নাসির উদ্দীনের স্ত্রী নাসিমা বেগম ও তার মেয়ে নীলা খাতুনকে হত্যা করা হয়। এসময় নাসিমা বেগমকে হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেন আসামিরা। মেয়ে নীলা খাতুন জেগে উঠলে তাকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এপিপি রবিউল বলেন, ‘মামলার আসামি ছিলেন ছয়জন। এর মধ্যে মামলা চলাকালে একজন মারা যায়। বাকি পাঁচ আসামির মধ্যে দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলায় আদালত ২২ জনের সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে এই রায় প্রদান করেছেন। রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির বিরুদ্ধে রায় কার্যকর ও পলাতক আসামিকে গ্রেপ্তার করে রায় কার্যকর করার আদেশ দেন আদালত।’ রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট বলে জানান তিনি।
মন্তব্য করুন