বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে ইমরান মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইমরান ওই গ্রামের রহমান মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে ইমরান বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। অনেকক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার সমকালকে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বিষয়টির সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মাজহারুল ইসলাম সমকালকে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।