- সারাদেশ
- নির্বাচনী প্রচারণায় হামলা, ছেলেসহ ব্রিটিশ নাগরিক আহত
নির্বাচনী প্রচারণায় হামলা, ছেলেসহ ব্রিটিশ নাগরিক আহত

লন্ডন থেকে দেশে এসে শ্বশুরের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দু’জনকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া মাঝগ্রামে এ ঘটনা ঘটেছে।
আহত দু’জন হলেন- চাকামইয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধার সন্তান মনজুর আহমেদ (৪৯) এবং তাঁর ছেলে আহমেদ আল আমীন (২৫)। তাঁরা দু’জনই ব্রিটিশ নাগরিক। মনজুর আহমেদ বৃটেনের কুইন্স হাসপাতালে চাকরি করেন। এর পাশাপাশি ব্যারিস্টারি পড়ছেন।
জানা গেছে, আহত মনজুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন।
মনজুর আহমেদ বলেন, আমি শহীদ পরিবারের সন্তান। ছুটিতে পরিবার নিয়ে বেড়াতে এসে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শ্বশুর রুহুল আমিন হাওলাদারের নির্বাচনী প্রচারণা দেখতে গিয়েছিলাম। এ সময় সন্তানসহ হামলার শিকার হয়েছি।
তিনি বলেন, বিষয়টি ব্রিটিশ হাইকমিশনে লিখিতভাবে জানাবো। জড়িতদের গ্রেপ্তার করে বিচারের জন্য সরকারের কাছে আবেদন করছি।
হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ন কবির বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না। তবে হাতাহাতি হয়েছে বলে শুনেছি
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, হামলার ঘটনায় আহত ব্যক্তির পরিবার অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৬ মার্চ বালিয়াতলীসহ পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। নির্বাচন ঘিরে প্রতিপক্ষকে দমাতে বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জে ক্ষমতাসীন দলের প্রার্থীরা ভোটার ও প্রার্থীদের হুমকি এবং মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন বলে প্রার্থীরা অভিযোগ করেছেন।
মন্তব্য করুন